ঊষার আলো ডেস্ক : নাগরিক ঐক্য নগর শাখার নেতৃবৃন্দ বলেছেন, সামগ্রিক সংকট মেটাতে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে। ইস্যু ভিত্তিক আন্দোলন নয়, কর্মসূচি ভিত্তিক আন্দোলনের মাধ্যমে এ দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে নেতৃবৃন্দ বৃহত্তর ঐক্যের কামনার পাশাপাশি ইসি গঠনে নিরপেক্ষতার ছাপ রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৭ে ডিসেম্বর) রাতে শান্তিধাম মোড় এলাকায় বিজয় দিবস উপলক্ষে নাগরিক ঐক্যের লবণচরা ও হরিণটানা থানা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
বক্তৃতাকালে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্ভ্রম হারা মা-বোনদের প্রতি সমবেদনার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। নেতৃবৃন্দ বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
লবণচরা থানা শাখার আহ্বায়ক মো: আবু মুসা মিয়া এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও নগর আহ্বায়ক এ্যাড. ড. মো: জাকির হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান, সদস্য এমএন আলী শিপলু, জামির হোসেন দিপু, কাজী আলমগীর হোসেন, আনিসুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনের উদ্যোগে আগামী ৭ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় উমেশচন্দ্র লাইব্রেরী মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে
উল্লেখ্য, সংগঠনের উদ্যোগে আগামী ৭ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় উমেশচন্দ্র লাইব্রেরী মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে