পিরোজপুর প্রতিনিধি : মানুষ যখন ঈদের খাবার কাপড় চোপড় ও শাড়ি লুঙ্গি ও অনান্য ঈদ সামগ্রী নিতে ব্যস্ত ঠিক তখনই ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে কাউখালীর ডুমজুড়ী গ্রামের নারী প্রতিবন্ধী হেনোয়ারা মুখে। তার দীর্ঘদিনের চাহিদা ও দাবী একটি হুইল চেয়ার হলে তার জীবন নুতন করে গড়তে পারেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখার দৃষ্টিগোচর হলে তিনি বুধবার (১২মে) ঈদের পূর্বে ঈদ উপহার হিসাবে তার হাতে প্রতিবন্ধী ফাউন্ডেশনের হুইল চেয়ার বাড়িতে গিয়ে তুলে দেন। এসময় প্রতিবন্ধী হেনোয়ারা ঈদের খাদ্য সামগ্রীর চেয়ে হুইল চেয়ার পেয়ে খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন এবং কৃতজ্ঞতা জানান। হেনোয়ারা একটি সড়ক দূর্ঘটনায় তার পা হারান।
(ঊষার আলো-আরএম)