UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে ব্রাকের আয়োজনে তথ্যসেবা কার্ড বিতরণ

koushikkln
আগস্ট ৩০, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:  কাউখালীতে ব্রাকের আয়োজনে তথ্যসেবা কার্যক্রম কার্ড বিতরণ করেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট)  কাউখালি উপজেলার নিলতী পল্লীসমাজের উদ্যগে বাল্য বিয়ে ঝুকিতে থাকা কিশেরীদের মাঝে তথ্য কার্ড বিতরন করা হয়। এ সময় উপস্থিত  থানার সেকন্ড অফিসার  মশিউর রহমান,,ইউপি মহিলা সদস্য মোছাঃ খাদিজা বেগম,সভাপ্রধান কাজল বেগম, সেক্রেটারী   অলিল হাওলাদারসহ বিশিস্ট সমাজ সেবক  মিন্টু ফকির  ও কিশোরীদের  অভিভাবক বৃন্দ।
আলোচনায় চেয়ারম্যানসহ আগত অতিথী বৃন্দরা জানায় যে,বাল্য বিয়ে বন্দে এই তথ্য কার্ড বিশেষ ভুমিকা পালন করবে বলে তাদের প্রতাশা।