UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে স্বেচ্ছাশ্রমে রাস্তার দু’পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি

koushikkln
জুন ২৯, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে সেচ্ছাসেবী সংগঠন “নিঃস্বার্থ” এর উদ্দ্যোগে রাস্তার দুইপাশে জঙ্গল ও ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছতায় অংশ নেয়। উপজেলার বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা ও আগাছা জন্ম নেওয়ায় রাস্তাঘাটগুলো অপরিস্কার-অপরিচ্ছন্ন হয়ে পড়লে পথচারীদের হাটাচলায় দূর্ভোগে পড়ে। এ সকল দৃশ্য দেখে এলাকায় নতুন ভাবে গড়ে ওঠা “নিঃস্বার্থ”একটি সামাজিক সেচ্ছাসেবক সংগঠন পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্দ্যোগ গ্রহণ করে।
এর অংশ হিসাবে মঙ্গলবার (২৯ জুন) চিরাপাড়া ভিটাবাড়িয়া সড়কের ১ কিলোমিটার রাস্তার দুইপাশে ঝোপ-জঙ্গল, আগাছা, আবর্জনার স্তুপ অপসরণ করে। এ খবর জানতে পেরে কাউখালী উপজেলার উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুসহ অনেকেই ঐ সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে পরিচ্ছন্নতার কাজে ঝাঁপিয়ে পড়ে। তাদের পর্যায়ক্রমে উপজেলায় সকল সড়কগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে পরিবেশ বান্ধব সড়ক গড়ার অঙ্গিকার করে।