UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীর মাদক ডন গাজীপুরে ৪টি গাড়ী ও ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার

koushikkln
অক্টোবর ৩, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালী মাদক রাজ্য ডন বলে খ্যাত ছিলো এবং একাধিক মাদক মামলার আসামী। উপজেলার আইরন ঝাপর্সী গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে ফোরকান হোসেন (৩৫) গত ২৯ সেপ্টম্ববর গাজীপুরের টুঙ্গির পূর্ব থানা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারে সময় তার আরো ৪ সহযোগী ছিলো এরা হলো ঝালকাঠী কামরুল ইসলাম, আমতলির হনুফা, শেরপুরের ইছমতারা,শেরপুরের শহিদুল ইসলাম । এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাস, একটি নোহা মাইক্রেবাস, ও দুইটি পিক আপ গাড়ী জব্দ করা হয়।

এদিকে ফোরকান গ্রেফতার হওয়ায় কাউখালেিত স্বস্তির নিশ্বাস ফেলেছে এই চক্রটি কাউখালীর যুব যুবতি ও যুব সমাজকে ধ্বংস করে মাদক কেনা বেচা ও খাওয়ার জন্য উৎসাহিত করতো। তাদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারতো না অনেক সময় পুলিশ প্রসাশন ও তাদের কাছে জিম্মি ছিলো।

কাউখালী থানা পুলিশ জানান, কউখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে ।