UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাটাখালীতে ট্রাক মাহেন্দ্র সংঘর্ষে ৩ মাদ্রাসাছাত্র নিহত

ঊষার আলো
জানুয়ারি ৯, ২০২২ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী এলাকায় ট্রাক মাহেন্দ্র সংঘর্ষে ৩ জন ঘটনাস্থলে নিহত ও ৪ জন আহত হয়েছে। শনিবার রাত বারোটার পরে খুলনা-মোংলা মহাসড়কে কাটাখালী মুনষ্টার জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাট হাকিমপুর মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ জানান, মাদ্রাসার ছাত্ররা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। রাতে খুলনা থেকে মাহেন্দ্র যোগে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। কাটাখালী মুনষ্টার জুটমিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। এসময় মাহেন্দ্র’র আরো ৪ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী জানান , দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ডাম্পার ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের জোর চেষ্টা চলছে।