UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কাটিপাড়াতে উল্টো রথযাত্রা

koushikkln
জুলাই ৮, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা : পাইকগাছার কাটিপাড়াতে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০৮ জুলাই) বিকাল ৫টায় এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পূর্ব কাটীপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে শুরু হয়ে উত্তর কাটিপাড়া শ্রী শ্রী জগন্নাথ দেবের আশ্রমে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী হরেকৃষ্ণ দাশ। বিশেষ অতিথি ছিলেন মনি শংকর হরি, সুজিত কুমার দাশ, নমিতা সরকার (মাসী), বিদেব দেবনাথ, শংকর মিত্র, পরিমল দাশ, পঞ্চানন চক্রবর্তী, পিযুষ দাশ বাপী, দুলাল হরি, দিপক দাশ, তাপস নন্দী, উজ্জল দাশ, পুণ্য চরণ, সঞ্জয় দেবনাথ, দিবাকর বিট, বিশ্বজিৎ দেবনাথ, পল্লব বিশ্বাস, অমর দাশ, বিকাশ সরকার, অমিত কুমার দাশ, নিবাস দাশ, প্রদীপ কুমার পাল, সঞ্চয় দাশ, রিক্তা মিত্র, কার্ত্তিক দাশ, বিশ্বজিত দাশ, আনন্দ দত্ত, উত্তম কুমার দাশ, সদানন্দ দেবনাথ, কর্ণ হরি, সুজয় কর, শ্যামাপদ দাশ, শুভ সরকার, অনাথ চন্দ্র দাশ, জয়দেব দাশ, নিরাপদ দাশ প্রমুখ।

অনুষ্ঠানে অগণিত সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ গ্রহণ করেন এবং তারা প্রসাদ গ্রহণ করেন।