UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত বেড়ে ১০০

usharalodesk
আগস্ট ২৭, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে এতে দেড় শতাধিক আহত হয়েছেন তবে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নিহতদের মধ্যে ১৩ মার্কিন সৈন্য তালেবানের ২৮ সদস্য রয়েছে। এদিকে, জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করেছে এই জঙ্গি সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে জোড়া বিস্ফোরণ ঘটে। হামলার দায় স্বীকার করে আইএস বলেন, যুক্তরাষ্ট্রের সেনা এবং তাদের আফগান মিত্রদেরলক্ষ্যবস্তুবানিয়ে তারা আত্মঘাতী হামলা চালানো হয়েছে

ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা এ ঘটনা ভুলে যাবো না। আমরা তোমাদের খুঁজে বের করবোই ও তোমাদের এর মূল্য দিতে হবে।

(ঊষার আলো-আরএম)