UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারিতাস বাংলাদেশ’র সুবর্ণ জয়ন্তীর সমাপনী 

koushikkln
অক্টোবর ১২, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : “কারিতাস বাংলাদেশ: ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই মূলসুর/প্রতিপাদ্য নিয়ে কারিতাস খুলনা অঞ্চল ১২ অক্টোবর ২০২২ বুধবার সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান উদ্যাপন সম্পন্ন করেছে। অনুষ্ঠানটি দুটি মূল পর্বে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে সকাল ১০টায় এ বাংলাদেশের জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রধান অতিথি জনাব মো: মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এবং অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় জেমস্্ রমেন বৈরাগী, ডিডি, ধর্মপাল, খুলনা ধর্মপ্রদেশ ও প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের সভাপতি শ্রদ্ধেয় জেমস্্ রমেন বৈরাগী। তিনি তার বক্তবে বলেন যে, এক বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তীর উদ্যাপন আজ শেষ হলেও কারিতাস বাংলাদেশের কাজ শেষ নয় বরং মানুষের জন্য ভালবাসা, সম্মান ও সেবার মধ্য দিয়ে ৫০ বছর ধরে মানুষের জন্য কারিতাস যে কাজ  করে এসেছে তা আরো বেগবান হবে এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করবে ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব খান মোতাহার হোসেন, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, খুলনা এবং তিনি তার বক্তব্যে বলেন, কারিতাসের কাজের মধ্যে সচ্ছতা, সততা এবং জবাবদিহিতা রয়েছে, যার জন্য কারিতাস সবার কাছে একটি গ্রহনযোগ্য প্রতিষ্ঠান।

প্রধান অতিথি জনাব মো: মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান উদ্যাপনের বববস্থাপনার  ভূয়ষী প্রশংসা করে বলেন যে,  কারিতাসের যে আদর্শ ও উদ্দেশ্য রয়েছে কারিতাস সে ভাবেই কাজ করছে এবং তাদের কাজের মান ভালো এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে তারা যে কোন সময়ের থেকে আরো ভালো কাজ করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্র্বে দুপুর ১২:০০-১:৩০ মি: এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন । অনুষ্ঠানের শুরুতেই তিনি ৫০ জন দরিদ্র পরিবারের মাঝে ৮০০০ টাকা করে অর্থ সাহায়তা প্রদান করেন। তিনি তার বক্তব্যে কারিতাস বাংলাদেশের প্রশংসা করে বলেন দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর ডাকে যে সকল সংগঠণ দেশ গঠনের কাজে ভূমিকা রেখেছিল তাদের মধ্যে কারিতাস অন্যতম। কারিতাস ভবিষ্যতেও তার এই উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে তিনি তার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রেভা. ফা, যাকোব এস, বিশ^াস, কারিতাস নির্বাহী ও সাধারন পরিষদের সম্মানিত সদস্য এবং আরফ্রেড রনজিৎ মন্ডল, প্রধান শিক্ষক, সেন্ট যোসেফ্্স উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের বিগত ৫০ বছরের কার্যক্রমের চিত্র তুলে ধরেন আলবিনো নাথ, ইনচার্জ, ডিএম, এবং সুবর্ণ জয়ন্তী উদ্্যাপনের উদ্দেশ্য সহভাগিতা করেন দাউদ জীবন দাশ, আঞ্চলিক পরিচালক, কারিতাস খুলনা অঞ্চল।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।