UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কার্গো জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক

ঊষার আলো
মার্চ ২৫, ২০২১ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদীতে অবস্থান করা একটি কার্গো জাহাজ থেকে পানিতে পড়ে লিমন শেখ (২৫) নামের একজন শ্রমিক নিখোজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান করলেও নিখোঁজ শ্রমিক কে পাওয়া যায়নি। নিখোঁজ শ্রমিক লিমন সেখ মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার লক্ষিপুর গ্রামের কোরবান আলী সেখের ছেলে। কার্গোটিতে থাকা সুকানিসহ অন্য শ্রমিকরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে কার্গোতে থাকা কবুতর ধরতে গিয়ে লিমন নদীতে পড়ে যায়। এরপর আর সে উঠতে পারে নাই। খবর পেয়ে বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের সদস্যরা এবং তাদের ডুবুরি দল ভৈরব নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এমভি প্রগতি গ্রীন লাইন-১ নামের ওই কার্গোটি গত ১৬ মার্চ চট্রগ্রাম থেকে গম নিয়ে ১৯ মার্চ বাগেরহাট জেলা শহরের মুনিগঞ্জ এলাকায় ভৈরব নদে নোঙ্গর করে। বাগেরহাট ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আমিনুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জানান, আমরা ও খুলনার সদস্যরা ডুবুরি নিয়ে ভৈরব নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছি।