ঊষার আলো রিপোর্ট : কালজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, সমাজতান্ত্রিক অর্থনীতির প্রবক্তা মহামতি কার্লমার্ক্স-এর ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে এক আলোচনা সভা বুধবার (৫ মে) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাডঃ এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গাজী আবজাল, রিয়াজুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, কালজয়ী অর্থনীতিবিদ মহামতি কার্লমার্ক্স প্রবর্তিত সমাজতান্ত্রিক অর্থনীতি সময়ের সাথে সাথে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। শোষণমূলক বুর্জোয়া মুক্ত বাজার অর্থনীতিতে ধনী-দরিদ্রের ব্যবধান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। লুটেরা ধনিকশ্রেণির রাষ্ট্রসমূহ বেপরোয়া হয়ে উঠছে। ব্যক্তি পুঁজির দাপটে শ্রমিকশ্রেণি অসহায়। সাম্রাজ্যবাদী রাষ্ট্রসমূহ ব্যক্তি পুঁজিবাদীদের পুঁজি বাড়াতে দেশে দেশে আগ্রাসন চালাচ্ছে। ফলশ্রুতিতে অপেক্ষাকৃত দুর্বল জাতি-রাষ্ট্র আগ্রাসনের শিকার হচ্ছে। বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনা সামাজিক মালিকানার প্রাসঙ্গিকতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। একশ্রেণি বিলাসবহুল জীবনযাপন করছে, অর্থের বিনিময়ে চিকিৎসাসেবা ক্রয় করছে আর সিংহভাগ মানুষ খাদ্য-চিকিৎসার অভাবে হাহাকার করছে। অর্থনৈতিক এ বৈষম্য কার্লমার্ক্স-এর সমাজতান্ত্রিক অর্থনীতির সূত্রের মাধ্যমে দূরীকরণ করা সম্ভব।
(ঊষার আলো-এমএনএস)