UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কালো-লাল রংয়ের চোরাই ইজিবাইকসহ চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

 ১৪/০১/২০২৪ তারিখ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তেরখাদা থানাধীন চরজয়সেনা গ্রামস্থ ইয়ামিন শেখ, পিতা-মোঃ ইউনুছ শেখ এর বসত ঘরের পিছনে চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে সংবাদ পান।

উক্ত সংবাদের ভিত্তিতে ১৪/০১/২০২৪ তারিখ রাত্র ০৭.৩৫ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুমন সরদার(৩২), পিতা-মোহন সরদার, সাং-চরমানিকদাহ, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ,মোঃ ইয়ামিন শেখ(১৯), পিতা- মোঃ ইউনুছ শেখ, সাং- চরজয়সেনা, থানা- তেরখাদা, জেলা- খুলনাদ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে  ০১ টি কালো-লাল রংয়ের চোরাই ইজিবাইক, যার ম‚ল্য অনুমান ১,৬০,০০০/-(এক লক্ষ ষাট হাজার)টাকা উদ্ধার করেন।

এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে তেরখাদা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার চোরাই চক্রের সক্রিয় সদস্য।