ঊষার আলো ডেস্ক : সমাজতান্ত্রিক কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং কিউবার আন্দোলনরত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে খুলনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে এক সংহতি সমাবেশ বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, গাজী আফজাল প্রমুখ।
বক্তারা সারা দুনিয়ার সমাজতান্ত্রিক দেশের মডেল কিউবার বিরুদ্ধে দীর্ঘ ষড়যন্ত্র চক্রান্তের ধারাবাহিকতায় মার্কিন সাম্রাজ্যবাদের ন্যাক্কারজনক আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান এবং কিউবার সমাজতন্ত্রী জনগণের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে মার্কিনীদের এ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে কিউবার পাশে থাকার আহ্বান জানান।