`কিশোর কন্ঠ পড়বো, জীবন টাকে গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন খুলনা মহানগরীর উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল দশটায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর পাঠক ফোরামের চেয়ারম্যান আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান রাকিব হাসান এবং কিশোর কন্ঠ পাঠক্রমের সদস্য আব্দুল্লাহ জাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের আহ্বায়ক মুহাম্মদ নয়ন হোসেন নোমান।
তিনি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, `মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী। তাদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে।’
তিনি আরো বলেন, আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি বলেন,শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ স্বদেশ গঠন সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর ড. কুতুবুদ্দিন, নিওসেইফ গ্রুপ, হংকং এর সিইও ড. আজিজুর রহমান আজাদ
, তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ,এফ,এম নাজমুস সউদ । পাঠক ফোরামের সদস্য এসএম নুরুল্লাহ, আসিফ বিল্লাহ, ইমরানুল হক, বেলাল হোসেন, আবুল হাসান, মুজাহিদুল হক, সুলাইমান আবিদ, আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ৫০ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২৫ জন, সাধারণ গ্রেডে ২৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থবৃত্তি, সার্টিফিকেট, বৃত্তি ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।
ঊআ-বিএস