UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটে চলমান সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুয়েটে প্রেসব্রিফিং

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও পরিচালক (ছাত্র কল্যাণ) কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উক্ত আশাবাদ ব্যাক্ত করেন। সংবাদ সম্মেলনে পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উপ-পরিচালক ও সহকারী পরিচালকগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিচালক (ছাত্র কল্যাণ) বলেন, “ছাত্রদের সাথে আলোচনা চলছে। আমরা তাদের নিয়ে বসেছি। তারা তাদের সমস্যার জায়গাগুলো আমাদের জানাবে। তাদের সকল সমস্যা যাতে দ্রæত সমাধান করা যায় সে লক্ষ্যে ছাত্র ও শিক্ষকদের মধ্যে আলোচনা চলছে। ছাত্ররা আমাদের সন্তানের মত। তারা কোন অন্যায় বা ভুল করতে পারে। এমনকি আমরাও ভুলের উর্ধ্বে নই। শিক্ষক হিসেবে আমাদের অগ্রাধিকার সব সময় শিক্ষার্থী। তাদেরকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটা ছাত্রের যাতে কোন সমস্যা না হয় লক্ষ্যে কাজ করার জন্য আমি বদ্ধ পরিকর। আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই-ছাত্রদের কোন বিষয়ে কোন সমস্যা হলে তার সমাধান করা আমার অন্যতম ও প্রধান দায়িত্ব। তিনি আরো বলেন “৩৭ (সাঁইত্রিশ) জন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। উক্ত বহিস্কার কিন্তু চূড়ান্ত বহিস্কার নয়। এখানে ছাত্র শৃঙ্খলা কমিটি বসবে। যে সকল ছাত্রদের সাময়িক বহিস্কার করা হয়েছে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। নিরপরাধ কেউ যেন কোন প্রকার শাস্তির মুখোমুখি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।” সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিচালক (ছাত্র কল্যাণ) ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।

ঊআ-বিএস