UsharAlo logo
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেজানসহ ১০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) ১০ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার এবং চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে ৪ জনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে। এছাড়া দুই ছাত্রকে তিন বছর ও একজনকে ৫ বছর পর্যন্ত সনদ প্রদান না করা এবং আজীবন প্রশংসাপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একজনকে সতর্ক করা হয়েছে। বিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়া এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কুয়েট ছাত্র-শঙঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মাদ সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৭ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃংখলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বহিষ্কৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নেহিয়ান সেজানসহ বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন।

আজীবন বহিস্কৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, ছাত্র রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মোঃ মেহেদী হাসান মিঠু, মোঃ সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম।

এছাড়া শিক্ষার্থী মোস্তাক আহমেদ কুয়েট ৫ বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না এবং শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল নিহাল ৩ বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না। এই ১৩ জনের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিস্কার এবং সতর্ক করা হয়েছে।

ঊষার আলো-এসএ