UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে আইকিউএসি’র আয়োজনে কর্মকর্তাদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

pial
জুন ২৬, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণের শুরু হয়েছে।

রবিবার (২৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে রির্সোস পার্সন হিসেবে রয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব মুঃ বিল্লাল হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। উল্লেখ্য, আগামী ২৯ জুন পর্যন্ত চার দিনব্যাপী ‘প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার অর্জনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণের ভূমিকা’ বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এফএসপি)