UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে ট্রেনিং অন প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড পাবলিক প্রকিউরমেন্ট রুলস শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

koushikkln
অক্টোবর ২৮, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ-ইআইএএ” শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘ট্রেনিং অন প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড পাবলিক প্রকিউরমেন্ট রুলস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনস্থ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) মুহাম্মাদ জহুরুল ইসলাম ও উপ-সচিব (পরিকল্পনা-৫) বেগম আসমা নাসরীন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআইএএ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। প্রশিক্ষণে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ঊআ-বিএস