UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে ‘ফরেন স্টুডেন্ট ডরমিটরি’ ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

pial
জুলাই ২৭, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) ‘ফরেন স্টুডেন্ট ডরমিটরি’ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি প্রকল্পের কাজের গুনগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সুসম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহীউদ্দিন, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, শিক্ষকদের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ফরেন ফ্যাকাল্টি মেম্বার সৌদি আরবের ইউনিভাসিটি অব প্রিন্স মুগ্রিম এর সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর ও শাখা প্রধানসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)