গত ৭ জানুয়ারি আ’লীগের সাজানো-পাতানো প্রহসনের নির্বাচন দেশব্যাপী একচেটিয়াভাবে প্রত্যাখ্যান করায় জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গণসংযোগে লিফলেট বিতরণ করেছে খুলনা বিএনপি। আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে গণসংযোগ কর্মসূচি পালন করে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, খুলনা তথা সারাদেশের মানুষ ভোটবর্জনের নিরব বিপ্লব করে আওয়ামীলীগের রাজনৈতিক কবর রচনা করেছে। গেল ১৫টি বছরে মাফিয়া সরকারের দুর্নীতি-লুটপাট, দমন-নিপীড়ন, জুলুম-নির্যাতনের ঐতিহাসিক প্রতিবাদ প্রদর্শিত হয়েছে ভোট বর্জনের মধ্যদিয়ে। সারাদিন ভোটার শুণ্য ভোট কেন্দ্রগুলোতে কুকুরের আনাগোনা ছিল চোখে পড়ার মতোই। গণতন্ত্রকামী জনতার বিজয় অবশ্যম্ভাবী।
গণসংযোগে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী আহসান মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ শরিফুল আলম, মাহমুদুল হাসান লোটাস, এসএম মারুফ আহমদ, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, গাজী শহীদুল ইসলাম, মশিউর রহমান শফিক, হেলাল উদ্দীন, ইমরান খান, মিল্টন রায়, জাফর হাসান, শাহিন মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জাহিদুল ইসলাম, ইসমাইল খান, মনিরুজ্জামান সোহাগ, মোঃ আরিফ শেখ, বায়জিদ হোসেন, মামুন শেখ, রাজ্জাক, রাজু, তরিকুল,সাইদ রানা, সাব্বির, নাহিদ, তরিকুল ও রব্বানী প্রমুখ।।