ঊষার আলো ডেস্ক : পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙ্গে যাওয়ার কারণে রাজধানী ঢাকা শের-এ-বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন পাইকগাছা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব, খুলনা জেলা কৃষক লীগের সদস্য এবং ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারি অধ্যাপক ময়নুল ইসলামের পিতা মোঃ হারুনার রশিদ। তাঁকে দেখতে গত শনিবার দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এএইচ কামাল ও খুলনা জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক শিমুল দেবনাথ।