ঊষার আলো প্রতিবেদক : বাংলাদেশ কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদ উল্লাহ বৃহস্পতিবার (১৮ মার্চ) বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুরে তরমুজ ক্ষেত পরিদর্শন করেন। বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের তরমুজ চাষের ওপর সংবাদ প্রকাশিত হবার পর তিনি সরেজমিনে পরিদর্শনে ও কৃষকের সাথে মতবিনিময় করেন। তিনি কাতিয়ানাংলা গ্রামের কৃষক ইছাবুর গোলদার ও মিলন কান্তি মণ্ডলের সাথে সাক্ষাৎ করেন। মতবিনিময়কালে কৃষকরা তাকে জানান,পানির অভাবে তরমুজ চাষে এবার বেশ বেগ পেতে হচ্ছে, তারা মহাপরিচালকের কাছে পানির সমস্যা মেটাবার জন্য খাল খননসহ বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। পরে মহাপরিচালক উপজেলা কৃষি অফিসে বিভিন্ন স্তরের লোকজনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সাংবাদিকরা তাকে পানি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এলাকার খাল খনন ও পুকুর খননের দাবী জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পরিচালক জি এম এ গফুর, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান,সাবেক উপপরিচালক পঙ্কজ মজুমদার, প্রকল্প পরিচালক তাইজুল ইসলাম পাটোয়ারী,সাবেক অধ্যক্ষ এম ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান উজ্জ্বল,সহ-সভাপতি হিরামন মন্ডল সাগর, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সহ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক শাহীন বিশ্বাস,কৃষি সম্প্রসারণ অফিসার আবু বক্কর সিদ্দিক, উপ-সহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান,আব্দুল গফুর গাজী,কমলেষ বালা, জীবনানন্দ, মোস্তাফিজুর রহমান, দিপন হালদারসহ কৃষি দপ্তরের সকল সদস্যবৃন্দ। পরে তিনি কৃষি অফিস চত্বরে একটি আমের চারা রোপন করেন।
ঊষার আলো-এমএনএস