UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের এনএটিপি প্রকল্পের এক্সপোজার ভিজিট

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রোজেক্ট (এনএটিপি-২) এর আওতায় এক্সপোজার ভিজিট করেছেন কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ মুতাহার হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম বুধবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার দেলুটী ইউনিয়নের এনএটিপি-২ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এক্সপোজার ভিজিট করেন। কর্মকর্তারা ফুলবাড়ী এলাকার কৃষক মিনতী টিকাদারের বানিজ্যিকভাবে ভার্মি কম্পোষ্ট উৎপাদন কার্যক্রম, উত্তরণ সফল প্রকল্পের বিষ মুক্ত সবজি কালেকশন সেন্টার, ফুলবাড়ী, হাটবাড়ী ও বিগরদানা এলাকার তরমুজ ক্ষেত পরিদর্শন করেন। এ সময় এলাকার ২৫জন কৃষক উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)