UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

pial
অক্টোবর ২৯, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই মূলমন্ত্র কে সামনে রেখে আজ ২৯ অক্টোবর সারা দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হচ্ছে।

২৯ অক্টোবর সকাল ১০:৩০ টায় কেএমপি, খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কমিউনিটি পুলিশিং ফোরাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উদযাপিত হয়।

এ উপলক্ষে নগরীর বয়রা বাজার মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে এসে শেষ হয়। অতঃপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বেলুন, ফেস্টুন এবং পায়রা উড্ডয়ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব জনাব তালুকদার আব্দুল খালেক এবং কেএমপি’র কমিশনার ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোঃ মাসুদুর রহামান ভূঞা।

কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (CPO) এবং কমিউনিটি পুলিশিং সদস্য (CPM)’দের সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়েছে। কেএমপিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা কর্তৃক ০৪ (চার) জন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় পক্ষ হতে ০৪ (চার) জন কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্য কে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

এছাড়াও, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা মূল্যবান বক্তব্য প্রদান করেন। সম্মানিত বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও দূর্নীতি প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরকারি বিএল কলেজ, খুলনা প্রফেসর শরীফ আতিকুজ্জামান; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; বাংলাদেশ আওয়ামীলীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব এম.ডি. এ বাবুল রানা; খুলনা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর; খুলনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জনাব সরদার মাহাবুবুর রহমান; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জনাব ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জনাব শেখ সৈয়দ আলী এবং কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও, কেসিসি’র কাউন্সিলরবৃন্দ; কমিউনিটি পুলিশিং ফোরামের মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)