ঊষার আলো প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন বিক্রেতা ও এক সেবনকারীকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা থানাধীন ২৭ মিউনিসিপ্যাল ট্যাংক রোডস্থ মৃত তাজুল ইসলামের পুত্র আব্দুল্লাহ আল মামুন ওরফে ইমন(৪০), রূপসা নৈহাটি গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের পুত্র মিজানুর রহমান ওরফে মিজান(৩৪) এবং হরিণটানা বাঁশবাড়িয়া একতার মোড় এলাকার বাসিন্দা মোঃ কাজী আঃ ছাত্তারের পুত্র কাজী নাহিদ হোসেন(২৭)। এদেরকে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও খুলনা থানাধীন টুটপাড়া মৌলভীপাড়া মোড় এলাকার মৃত রুহুল আমিনের পুত্র ফারুক হোসেন(৪২) কে মাদক সেবন করার অপরাধে খুলনা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)