ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে।
সোমবার (২৯ মার্চ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪বিক্রেতা গ্রেফতার হয়। এসময় এদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকার শ্যামল রায়(৩০), রূপসা আলাইপুর গ্রামের রিয়াজ উদ্দিন শিকদার(২৫), যশোরের অভয়নগর থানাধীন কার্তিক চন্দ্র কুন্ডুর ছেলে সঞ্জয় কুমার কুন্ডু(৩৬) এবং গল্লামারী চিড়ার মিল এলাকার মোঃ মোহসীন গাজী(২০)।
(ঊষার আলো-আরএম)