ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।
বুধবার (৩মার্চ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা থানাধীন বিকে মেইন রোড এলাকার মৃত ইসমাইল হোসেনের পুত্র ইমরান হোসেন ওরফে পরাগ(৩৫), খুলনা থানাধীন সুলতান আহম্মেদ রোড এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র লিটন হাওলাদার(৩০), নতুন বাজার বাশপট্টি এলাকার ছবেদ আলীর পুত্র খাদিজা বেগম(৩৫) এবং রূপসা নন্দনপুর গ্রামের আজিজ বেপারীর পুত্র মোঃ আব্দুস সালাম(৪০)। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)