UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাত বিক্রেতা ও তিন সেবনকারী আটক

ঊষার আলো
মার্চ ৪, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাত বিক্রেতা ও তিন সেবনকারীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা সদর থানাধীন সুলতান আহম্মেদ রোড এলাকার হুমায়ুন কবির খানের পুত্র ইশান কবির খান ওরফে জ্যোতি(৩৫), রুপসা বেড়ীবাধ রোড এলাকার বশির ভুঁইয়ার পুত্র লিমন ভূঁইয়া(১৭), খুলনা থানাধীন নির্জন আবাসিক এলাকার মৃত লাল মোহাম্মদ লালুর পুত্র টিপু সুলতান(২৪), ইকবালনগর এলাকার জাহাঙ্গীর শেখের পুত্র মোঃ লিমন ওরফে সোহাগ(২৩), শ্যামনগর পূর্ব দুরমুজখালী এলাকার মৃত গনি গাজীর পুত্র মোঃ নুর আলম গাজী(৩০), দৌলতপুর পাবলা এলাকার রাজু শেখের পুত্র রাহাত শেখ(২৪) এবং মিয়াপাড়া এলাকার মৃত মোছাব্দী মাষ্টারের পুত্র আবুল কালাম আজাদ(২৯)। এদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৫নং মাছঘাট এলাকার মৃত আব্দুল হকের পুত্র আব্দুল হাই মোল্লা(৩৫), একই এলাকার সেলিম হাওলাদারের পুত্র শাহিন হাওলাদার(৩০) ও একই এলাকার মৃত চান সওদাগরের পুত্র আলম সওদাগার(৪৩) কে মাদক সেবন করার অপরাধে খুলনা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাতটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)