UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগত টাকাসহ আটক ৪

ঊষার আলো
সেপ্টেম্বর ২০, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টার অভিযানে ১৭৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ নগদ এক হাজার ৭শ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লবণচরা হঠাৎ বাজার বালুর মাঠ এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ রবিউল ইসলাম(৩০), সোনাডাঙ্গা কলাবাগন শান্তিনগর এলাকার অরুন মন্ডলের ছেলে মিল্টন শেখ ওরফে মিল্টন মন্ডল(৩৩), একই এলাকার সিরাজুল শেখের ছেলে তানিয়া বেগম বৃষ্টি(২৭) এবং দৌলতপুর মানিকতলা এলাকার মৃত. সাত্তার ব্যাপারীর ছেলে ফারুক ব্যাপারী(৩৮)।

এদেরকে মহানগরীর সোনাডাঙ্গা ও দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৭শ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে

(ঊষার আলো-আরএম)