ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সহ নয় বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
বুধবার (১০ মার্চ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ২৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিলে এবং ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাফুজুর রহমান ওরফে লিটন(৫১), আজিজুর রহমান(৪৮), মোঃ রিয়াজ হাওলাদার(২৮), মোঃ ফরিদ হাওলাদার ওরফে রুবেল আকন(২১), এস এম শফিকুল ইসলাম(৩২), মোঃ সাজ্জাদ খান(২৮), মোঃ আলাউদ্দিন হাওলাদার(৩১), মোঃ মুসা শেখ(৩০) এবং সৈয়দ শফিকুল ইসলাম ওরফে রনি(৩৯)। এঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাতটি মাদক মামলা দায়ের হয়েছে।
(ঊষার আলো-আরএম)