UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপি’র নতুন কমিশনার মোঃ মোজাম্মেল হক

koushikkln
জুলাই ১৬, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র বতর্মান কমিশনার মাসুদুর রহমান ভূঞাকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক মো. মোজাম্মেল হক পিপিএম-সেবা।
আজ রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেএমপির বর্তমান পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞাকে ঢাকা হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। একই পদে কর্মরত মো. মোজাম্মেল হককে কেএমপির পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অপর এক বিজ্ঞপ্তিতে খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে কক্সবাজার ১৪ আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে বদলি করা হয়। আর ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জ পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

ঊআ-বিএস