UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপি’র পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ মহড়া

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদরের যৌথ উদ্যোগে জরুরী মূহুর্তে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) কেএমপি’র পুলিশ লাইন্সে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়ায় সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার পক্ষ থেকে সকলকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে।

এই সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম(সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি’র বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স।

(ঊষার আলো-আরএম)