UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপি’র প্রতিবাদ

ঊষার আলো
মে ১২, ২০২১ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মঙ্গলবার (১১ মে) খুলনা থানার এসআই (নিঃ) মোহাম্মদ আবু সাঈদ এর বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কেএমপি। বুধবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেএমপি এ প্রতিবাদ জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১০ মে) প্রেসক্লাবে এসআই (নিঃ) মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যা বলা হয়েছে তা সত্য নয়। মেসার্স নিয়তী সি ফিস ট্রেডার্সের মালিক মোঃ মোকাদ্দাস হোসাইন বাদী হয়ে প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ এর মালিক কাদের শেখের বিরুদ্ধে মামলা করেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এসআই সাঈদ আসামিকে নিয়ম বর্হিভূতভাবে গ্রেফতার করে। প্রকৃতপক্ষে এসআই(নিঃ)/মোহাম্মদ আবু সাঈদ এর উপর মামলাটির তদন্তভার অর্পণ করা হয়। তিনি গত ২৪ মার্চ সকাল সাড়ে ৯টায় সময় আসামি কাদের শেখকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। তিনি মহানগর দায়রা জজ আদালত থেকে গত ১৩ এপ্রিল জামিন পান। এক্ষেত্রে আইনের বিধান লংঘিত হয়নি। তাছাড়াও মামলার বাদী তদন্তকারী অফিসারের আত্মীয় হন এটিও সঠিক নয়।  মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

(ঊষার আলো-এমএনএস)