UsharAlo logo
বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আজ সোমবার সকাল ১০টায় বয়রাস্থ পুলিশ লাইন্সে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ কুতুব উদ্দিন।

সভায় জানুয়ারি ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্তে পর্যালোচনা করা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। নগরীতে ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কশিশনার সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। সভায় নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পেশাগত দায়িত্ব পালনকারী চৌকস অফিসারদেরকে তাদের সাফল্যের জন্য নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অপরাধ সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কৃত হলেন যারা:-

খুলনা থানা: এসআই মামুন উর-রশিদ, এসআই মোঃ রেজোয়ান উজ্জামান, এসআই সনজিত কর্মকার, এসআই মোঃ আঃ হান্নান মোল্লা, এসআই মোঃ রাকিবুল ইসলাম, এসআই মোঃ আমজাদ হোসেন।

সোনাডাঙ্গা থানা: এসআই সুমন মন্ডল, এসআই আশরাফুল আলম, এসআই মোঃ খালিদ উদ্দীন, এসআই মোঃ গোলাম মোস্তফা, এসআই কামরুজ্জামান, এএসআই বলাকা খাতুন, এএসআই মোঃ মাহবুবুর রহমান, এএসআই বিপিন চাঁদ অধিকারী, এএসআই মিজানুর রহমান।

লবনচরা থানা: ওসি মোঃ তৌহিদুজ্জামান, এসআই প্রদীপ বৈদ্য, এসআই মোঃ মাসুম বিল্লাহ, এসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই কমল কুমার ভট্টাচার্য।

হরিণটানা থানা: এসআই মোঃ রফিকুল ইসলাম।

খালিশপুর থানা: সোবহান মোল্ল্যা, এসআই পলাশ কুমার রায়, এসআই মোঃ মিনারুল ইসলাম, এএসআই খান মাহমুদুল হাসান, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোঃ তুহিনুর রহমান, এএসআই শান্তিরাম পাল।

দৌলতপুর থানা: পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী, এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ অলিয়ার রহমান, এসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই মোঃ সোহেল রানা।

আড়ংঘাটা থানা: এসআই প্রনয় কুমার।

খানজাহান আলী থানাঃ এএআই মোঃ কামরুজ্জামান, এএসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই মোঃ হযরত আলী শেখ।

গোয়েন্দা বিভাগ: পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম, এসআই মোঃ সেলিম হোসেন, এএসআই মোঃ জাহিদুর রহমান, এএসআই বুলবুল বিশ্বাস, এসআই মোঃ শরিফুল ইসলাম ও কনস্টেবল মোঃ মনজুরুল ইসলাম।

ট্রাফিক বিভাগ: টিএসআই মোঃ আলমগীর হোসেন, সার্জেন্ট অথেলো রানা, সার্জেন্ট এফএম আরিফিন আলম, সার্জেন্ট মোঃ সাজিদ হাসান, শিক্ষানবিশ সার্জেন্ট জুয়েল রানা, টিএসআই সৈয়দ সেলিম আলী, টিএসআই ওবাইদুল হক গাজী, শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ সজীব হোসেন, শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ আল হাফিজ শেখ।

এছাড়াও এসআই অসীত দাস, এএসআই কাজী আকতারুজ্জামান, কনস্টেবল মোঃ ছানাউল্লাহ মিয়া, কনস্টেবল মোঃ মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, এসআই মোঃ মইজুল ইসলাম খান, কনস্টেবল মোঃ নাজিম উদ্দিন।

মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং শাখা: এসআই শেখ আবু হাসান।

ঊআ-বিএস