UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপি কমিশনারের শুভ বড় দিন উপলক্ষ্যে বিভিন্ন গীর্জা পরিদর্শন এবং শুভেচ্ছো উপহার প্রদান

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রবিবার সন্ধ্যায় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক খ্রিস্টান ধর্মাবলম্বীদের “ক্রিসমাস ডে-২০২৩” (বড় দিন) উপলক্ষ্যে নগরীর দক্ষিণ জোনের সোনাডাঙ্গা মডেল থানাধীন প্রভু যীশুর গীর্জা এবং উত্তর জোনের খালিশপুর থানাধীন মুজগুন্নী পেটকা বাজারের সেন্ট মেরীস গীর্জা ও চার্চ অব বাংলাদেশ (এলিজাবেথ মার্বেল স্কুল) খ্রীষ্ট রাজের গীর্জা পরিদর্শন করেন। তিনি পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে “ক্রিসমাস ডে-২০২৩” (বড় দিন) উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার হিসেবে কেক প্রদান করেন।

গীর্জা পরিদর্শনকালে কেএমপি’র পুলিশ কমিশনার গীর্জায় আগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি বলেন-যীশু খ্রীষ্ট পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন।সত্য ও সুন্দরের জয়গান গেয়ে গেছেন তিনি। পথ হারা মানুষকে দিয়েছেন ঐশ্বরিক আলোর দিশা। তিনি আরও বলেন- যীশুর শোনানো শান্তির অমিয় বাণী ছড়িয়ে পড়ুক বিশ্বময়, হানাহানি কাটাকাটি বন্ধ হোক, দূর হোক মানুষে মানুষে বিভেদ, মানুষের তরে গড়ে উঠুক আগামীর স্বপ্নের পৃথিবী। এছাড়াও, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অভিলাষ অসাম্প্রদায়িক বাংলা গড়ার প্রত্যয় ও স্বপ্ন তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” খুলনা মহানগরীতে বড়দিন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় মধ্যদিয়ে বড়দিন উদযাপন উদযাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে মর্মেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।”

“ক্রিসমাস ডে-২০২৩” উপলক্ষ্যে গীর্জা পরিদর্শনকালে পুলিশ কমিশনার বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশন, খুলনার নেতৃবৃন্দের নিকট হতে সার্বিক পরিস্থিতিসহ নিরাপত্তার ব্যাপারে খোঁজ খবর নেন এবং গীর্জায় আগত খ্রিস্টান ধর্মাবলম্বীদের দর্শনার্থীদের সাথে “ক্রিসমাস ডে-২০২৩”(বড় দিন) এর শুভেচ্ছা বিনিময় করেন। তার আগমনে বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশন, খুলনার নেতৃবৃন্দ এবারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

পুলিশ কমিশনার গীর্জা পরিদর্শনকালে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) গোপীনাথ কানজিলাল; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) মো: ইমদাদুল হক-সহ ফাদার আলবিনো সরকার; রেভারেন্ড জেমস মনিন্দ্র বৈদ্ধ ও ফাদার জুয়েল ম্যাকফিল্ড এবং অফিসার ইনচার্জ (খালিশপুর ও সোনাডাঙ্গা) থানা উপস্থিত ছিলেন।