খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি) ডিবির ‘ডেভিল হান্ট অভিযানে’ দুইজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন কাজী মুনসুর (৬২) এবং মো: লালন শেখ (৪০)। শনিবার রাত সাড়ে ১১টায় সোনাডাঙ্গা মডেল থানাধীন পূজাখোলা মোড়স্থ জনতা বিস্কুট কোম্পানীর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে। বাগেরহাট সদর থানার মামলা নং-২৭। তারিখঃ ২৬/১১/২০২৪।
কেএমপি ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১১টায় সোনাডাঙ্গা মডেল থানাধীন পূজাখোলা মোড়স্থ জনতা বিস্কুট কোম্পানীর সামনে থেকে বাগেরহাট জেলা ৯নং ওয়ার্ডের বারুইপাড়া ইউপি এর বাকচুড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর জব্বারের পুত্র কাজী মুনসুর আলী এবং মৃত শেখ মহর আলীর পুত্র মো: লালন শেখকে গেস্খফতার করেন। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তারা সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
ঊষার আলো-এসএ