UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেডিএ’র খেলাপী অংশ অপসারণ

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর মৌজাধীন স্বপ্নপুরী আবাসিক এলাকা ও শেখপাড়া এলাকায় অনুমোদনহীন ভবনের খেলাপী অংশ অপসরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

সূত্র জানায়, স্বপ্নপুরী আবাসিক এলাকার মোঃ কামরুজ্জামান ও শেখপাড়া বাগানবাড়ী এলাকার আবিদ হোসাইন কর্তৃক অনুমোদিত নকশার খেলাপ করায় নির্মাণাধীন ভবনের বিধি বহির্ভূত অংশ অপসারণ করা হয়। এ সময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা ও অথরাইজড কর্মকর্তা জি এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।