UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কেসিসিতে বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণ বিষয়ক সভা

ঊষার আলো ডেস্ক
মে ৭, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণের বিষয়ে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অংশীজন সংস্থাসমূহের প্রতিনিধিদের সাথে এক সভা প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান। খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এ সভার অয়োজন করে।

সভায় নগরীর ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ড এলাকার পিটিআই, নিরালা ও ময়লাপোতা মোড়সহ কেডিএ এভিনিউ, খান জাহান আলী রোড এবং নিউমার্কেট এলাকা সংলগ্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণের বিষয়ে অংশীজন সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা ও তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হয়। পরর্তীতে সভায় নির্ধারিত ওয়ার্ডসমূহের কঠিন বর্জ্য সকাল সাড়ে ৮টার পূর্বে রাজাঁধে স্থানান্তর এবং গৃহস্থালি বর্জ্য সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নিকটস্থ এসটিএস-এ ডাম্পিং করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিকাল ৪টার পর এসটিএসসমূহে কোন প্রকার বর্জ্য ডাম্পিং করা যাবে না মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মো: আব্দুর রকিব, মো: জিয়াউর রহমান, বেসরকারি অংশীজন সংস্থা সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাসুম বিল্লাহ, নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক জিএম মঈন উদ্দিন, বনছায়া’র নির্বাহী পরিচালক ফজিলাতুন্নেছা, কানশিপ-এর কর্মসূচি প্রধান এইচ এম এ ইসলাম, মুক্তির আলো’র নির্বাহী পরিচালক নিয়ামুল কারিম ফিনিক্স, সিএসডি’র নির্বাহী পরিচালক কামরুন নাহার কনা সহ কঞ্জারভেন্সী বিভাগের ওয়ার্ড সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

ঊআ-বিএস
2 attachments • Scanned by Gmail