কেএমপি ডিবির “ডেভিল হান্ট অভিযানে” খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও কেসিসির নারী সংরক্ষিত আসন সদ১১,১২,১৩নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর পারভীন আক্তার (৫৪) গ্রেফতার হয়েছেন।
ডিবি পুলিশ জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম “ডেভিল হান্ট অভিযানে” ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম আজ সোমবার (১৭ মার্চ) দুপুর সোয়া ১২টায় খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন খালিশপুর হাউজিং এলাকা হতে পারভীন আক্তারকে গ্রেফতার করা হয়। খালিশপুর হাউজিং এলাকার বাসিন্দা মৃত মোশারেফ হোসেনের স্ত্রী। উক্ত আসামী খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও খুুলনা সিটি কর্পোরেশনের নারী সংরক্ষিত আসন ১১,১২,১৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর ছিলেন। উক্ত আসামীরা খালিশপুর থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/ ৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
ঊআ-বিএস