ঊষার আলো প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সহকারি প্রকৌশলী (সিভিল) মোঃ ওবায়দুল্লাহ খান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর বৈকালী এলাকায় এ ঘটনা ঘটে।
কেসিসির উপ-সহকারি প্রকৌশলী আবুল হোসেন মৃধা জানান, প্রকৌশলী ওবায়দুল্লাহ খান একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে বয়রায় চলমান আরো একটি কাজের সাইড দেখতে মটর সাইকেল যোগে রওনা হন। তিনি বৈকালী মোড়ে পৌছালে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে তিনি মটর সাইকেলসহ কাত হয়ে পড়ে যান। এতে তার ডান হাত ও মুখে আঘাত লেগেছে। সহ-সাথিরা খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, আহত প্রকৌশলী ওবায়দুল্লাহ খান হচ্ছেন কেসিসির অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী খানের ছেলে।