UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোচদের দেশে ডেকেছে বিসিবি

pial
আগস্ট ৯, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজ শেষে এশিয়া কাপের আগ পর্যন্ত জাতীয় দলের সকল কোচিং স্টাফদের ছুটিতে থাকার কথা ছিল। আর ছুটি কাটিয়ে সরাসরি দুবাইয়ে যেতেন ডমিঙ্গো-ডোনাল্ডরা। তবে জিম্বাবুয়েতে ভরাডুবির পর কোচিং স্টাফদের ঢাকায় ডেকেছে বিসিবি। তাদের থেকে সামনের মহাদেশীয়, ত্রিদেশীয় ও বিশ্বকাপের পরিকল্পনা জানবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনটিই জানান ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিসিবির পরিচালক জালাল ইউনুস।

মিরপুরে তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি এশিয়া কাপে যাওয়ার আগে ঢাকায় আসতে। আমরা যেন বিস্তৃত পরিকল্পনা করতে পারি। শুধু এশিয়া কাপ নয়, আমাদের ব্যাক টু ব্যাক খেলা রয়েছে। আমাদের খেলতে হবে খেলোয়াড়দের উপস্থিতিও গুরুত্বপূর্ণ। আমরা তাদের হতে পরিকল্পনা জানতে চাইব।’
১৯ আগস্ট তাদের প্রত্যেকের ঢাকায় আসার কথা আছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের নীতি নির্ধারকদের সাথে নিয়ে ২০ আগস্ট বৈঠকে বসার কথা কোচিং স্টাফদের।

২৭ অগাস্ট শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশ প্রাথমিক পর্বে খেলবে আফগানিস্তান
এবং শ্রীলঙ্কার বিপক্ষে। জাতীয় দলের এশিয়া কাপের মূল প্রস্তুতি ও অনুশীলন হবে দুবাইতেই।

জালাল ইউনুস যোগ করেন যে, ‘এশিয়া কাপের জন্য আমরা সাতদিন সময় পাচ্ছি। আমরা দুদিন আগেই যাচ্ছি। এর মধ্যে একদিন হয়তো রেস্ট ডে আর বাকি ছয়দিন আমরা অনুশীলন করব।’

(ঊষার আলো-এফএসপি)