UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোটা সংস্কর আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করার প্রতিবাদে সাংবাদিক সংগঠন সমূহের মানববন্ধন

ঊষার আলো ডেস্ক
জুলাই ১৮, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কর আন্দোলনকারীদের উদ্দেশ্যে সিটি মেয়র খালেক
বিভ্রান্ত হবেন না, আইনের প্রতি শ্রদ্ধা রাখুন

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের রচিত মানববন্ধনে খুলনা সিটি কর্পোরেনশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য্য ধরে আইনের প্রতি শ্রদ্ধা রাখার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮জুলাই) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব সম্মুখ সড়কে সাংবাদিক সংগঠন সমূহের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথিন বক্তৃতায় সিটি মেয়র বলেন, সরকার কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলনে বিপক্ষে নয়, শিক্ষার্থীদের অন্দোলনের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি চক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে দেশকে সহিংসতার দিকে ঢেলে দিয়েছে। ইতো মধ্যে ছয় জন শিক্ষার্থী অকালে প্রাণ হারিছেন। রক্ত ঝরেছে অসংখ্য সাংবাদিক, আন্দোলনকারীসহ সাধারণ মানুষের। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। আন্দোলনের নামে রাজপথে স্বাধীনতা বিরোধী স্লোগান গোটা জাতিকে মর্মাহত করেছে। কোন শিক্ষার্থী শিক্ষকদের লাঞ্ছিত করতে পারে না, ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দিয়ে হত্যা করতে পারে না। নিঃসন্দেহে এ ঘটনার নেপথ্যে দেশ বিরোধী চক্রের সম্পৃক্তা রয়েছে।

মানববন্ধনে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ মুঠো ফোনে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম হানির মধ্যে দিয়ে গড়া এ দেশে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান হবে না। অচিরেই উচ্চ আদালতের মাধ্যমে কোটা সক্রান্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীরা যাতে দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা প্রেসক্লাব, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, টিভি রিপোর্টাস ইউনিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠনসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন মানববন্ধনে সংহতি প্রকাশ করে।

মানববন্ধ চলাকালীন সমাবেশে বক্তাগণ দায়িত্ব পালনকালে  সাংবাদিকদের উপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে আন্দোলনের নামে যাতে দেশ বিরোধী চক্রান্তকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সর্তক থাকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর এর পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, স. ম মাহবুবার রহমান, স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ,

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাংবাদিক নেতা শেখ আব্দুল হালিম, ওয়াহেদ-উজ-জামান বুলু, শামীম আশরাফ শেলী, বিমল সাহা, এসএম ফরিদ রানা, হাসানুর রহমান তানজীর, দিলীপ বর্মণ, এলিন হুসাইন অন্তর, দেবব্রত রায়, রনজিৎ দেবনাথ, তিতাস চক্রবর্তী, আলমগীর হান্নান, বাপ্পী খান, এসএম নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, রিতা রাণী দাস, তুফান গাইন, পলাশ চন্দ্র ঢালী, আতিয়ার রহমান তরফদার, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, তরুণ চক্রবর্তী বিষ্ণু, বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ বেনজীর হোসেন,

জাহাঙ্গীর আলম রায়হান, শামসুন নাহার মেঘলা, আবু হারুনার রশীদ, শহিদুর রহমান শহীদ, ফকির গোলাম রসুল, মৌমিতা রায়, মোস্তাফিজুর রহমান, অমিত সাহা, ইমাম হোসেন সুমন, শেখ জুয়েল, মোঃ সাইফুল ইসলাম, আল-আমিন শিকদার, আল-আমিন শেখ, রাসেল দেওয়ান, সোহেল রানা, এশিয়ান টিভি’র খুলনা প্রতিনিধি বিএম রাকিব হাসান, এম রুমানিয়া, জাফর ইকবাল অপু, মোঃ নাইমুজ্জামান শরীফ, শেখ তৈয়েব আলী পর্বত প্রমুখ।

অনুষ্ঠানে খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক আহমেদ, মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, অমিয় কান্তি পাল, আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা সৈনিক লীগের যুগ্ম-আহবায়ক তালুকদার শহিদুল ইসলাম, ছাত্রনেতা তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাশার সম্্রাট, বীর মুক্তিযোদ্ধা শেখ ওহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সন্তান লুৎফুন নাহার পলাশী, শিরিনা পারভীন উপস্থিত ছিলেন।