UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেফতার চেয়ারম্যান-মেম্বার

usharalodesk
মে ১৭, ২০২১ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিলেটের কোম্পানীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ইছাকলস ইউপি চেয়ারম্যান কুটি মিয়া (৬৫) ও একই ইউনিয়নের সদস্য (মেম্বার) আব্দুল কদ্দুছ।
১৬ মে রোববার সন্ধ্যা ৭টার দিকে সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রভাস কুমার সিংহের নেতৃত্বে থানা এবং ডিবি পুলিশ ঘটনাস্থল ইছাকলস নিজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ বলেছে, ইউপি চেয়ারম্যান কুটি মিয়ার সমর্থক স্থানীয় বজলু মিয়ার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রোববার সকালে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে জেলা পুলিশ লাইন্স, ডিবি পুলিশসহ থানা পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার মদদদাতা হিসেবে এবং পরবর্তী সংঘাত এড়াতে চেয়ারম্যান এবং মেম্বার ২ জনকে আটক করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে চেয়ারম্যান এবং মেম্বারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)