ঊষার আলো ডেস্ক : কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের গাববুনিয়া ও কাটকাটা বাজারে গত শুক্রবার (০২ডিসেম্বর) বিকালে স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করেন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এ, কে, এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ চয়ন কুমার রায়, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ গাজী, আছের আলী মোড়ল, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, আওয়ামী লীগ নেতা হারুন আর রশীদ, সমরেশ সরকার, খায়রুল ইসলাম, গনেশ চন্দ্র মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম সহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।