UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় বজ্রপাতে যুবকের মৃত্যু

koushikkln
জুন ২০, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদ;কাশি ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন শাকবাড়ীয়া নদীতে চিংড়ীপোনা ধরার সময় বজ্রপাতে এক যুবক মারা গেছে।
জানা গেছে, যুবকের নাম তৌহিদুল মোল্লা (২৫) তার বাড়ী ঘড়িলাল গ্রামে এবং তৈয়েবুর মোল্লার পুত্র। রবিবার (জুন ২০) অন্যান্য দিনের ন্যায় শাকবাড়ীয়া নদীতে নেট জালে চিংড়ি পোনা ধরার সময় দুপুর আনুমানিক ১২টার সময় বজ্রপাতে নদরি মধ্যে নৌকায় মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি মেম্বর আছের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে তৌহিদুলের মৃত্যুর খবর তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। এছাড়া একই সময় বেড়িবাাঁধের উপর বজ্রপাতে একটি ছাগল মারা যায় এবং জনৈক মহিলা গুরুতর আহত হয়েছে। এদিকে এলাকাবাসী জানায়, মৃত্য তৌহিদুলের নব বধূর হাতের মেহেদির রং মুছে না যেতেই তার স্ত্রী স্বামীহারা হয়েছেন। মাত্র একমাস আগে তৌহিদুলের বিয়ে হয়েছে।