UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রমিক লীগের তীব্র নিন্দা

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার কয়রা উপজেলা শাখার আমাদী ইউনিয়নের সভাপতি মোঃ তরিকুল ইসলাম মোড়ল, তাঁর পিতা মোঃ নজরুল ইসলাম মোড়ল ও মাতা নিলিফা বেগমকে ১৮ এপ্রিল ইফতারির পূর্বে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রপাতি নিয়ে তাঁর বাড়ি সংলগ্ন দোকানের সামনে এলোপাথাড়ীভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয় লোকজন তাদের ডাক-চিৎকার শুনে এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে। বর্তমান আহতরা জায়গীরমহল স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত আছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলার নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং একই সাথে এহেন জঘন্যতম সন্ত্রাসী ঘটনায় যে সকল সন্ত্রাসী জড়িত অনতিবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মুন্সি সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, তাছলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহম্মেদ, মঞ্জুর মোর্শেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ শেখ, মোঃ ফারুক হাসান, মোঃ নজরুল সিকদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক মোঃ কামরুল গাজী, শ্রমিকনেতা সোহাগ হাওলাদার, বোরহান হাওলাদার, মোঃ হায়দার আলী খান প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)