UsharAlo logo
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় সাংবাদিককে হুমকি দিয়ে বাড়ির রাস্তার কাজ বন্ধ

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কয়রায় সাংবাদিককে হুমকি দিয়ে বাড়ির যাতায়াতের রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে বহু অপকর্মের হোতা আব্দুল্যাহ সরদার। এ ব্যাপারে প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছে সাংবাদিক মনিরুজ্জামান মনু। অভিযোগে জানা গেছে, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান (মনু) সোমবার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ৭ টার দিকে ১ নং কয়রা গ্রামের নিজ বাড়ির য়াতায়াতের রাস্তায় শ্রমিক দিয়ে কাজ করার সময় প্রতিবেশী মৃত আমিন উদ্দিন সরদারের পুত্র বহু অপকর্মের হোতা আব্দুল্যাহ সরদার কুড়াল,বাশের লাঠি ও দড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে কাজে বাঁধা প্রদান করে এবং রাস্তায় কোন কাজ করা যাবেনা বলে হুমকি প্রদান করে। কেন কাজ করা যাবে না জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, এখানে কাজ করা যাবেনা ,কাজ করলে পরিস্থিতি খারাপ হবে। এ সময় তার স্ত্রীও উপস্থিত হন। এক পর্যায় তিনি আমিসহ আমার পরিবার কে অবরুদ্ধ করার পায়তারা চালায়। তার হুমকির কারনে কাজ বন্ধ রেখে উপজেলা চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবহিত করি। তিনি দুর্দান্ত প্রকৃতির হওয়ায় গন্যমান্য ব্যাক্তিবর্গ আইনের আশ্রয় গ্রহনের পারামর্শ প্রদান করেন। বিষয়টি নিয়ে যে কোন সময় শান্তি শৃংখলা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন কে জানালে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন, সে মোতাবেক অভিযোগ করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)