UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

pial
মে ২, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ বেদকাশীর আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে অস্বচ্ছল অর্ধ শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান।

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, কিচমিচ ও বাদাম। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুবলীগ নেতা মুকুল বিশ্ব্যাস, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সহ-সভাপতি আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য আকবর আলী খান, মফিজুল ইসলাম, আসাদুল ইসলাম, তাজমুন হোসেন, বিশ্বজিৎ বিশ্ব্যাস, ওলিউল্লাহ, মোঃ আবু রায়হান খান, শাহ আলমগীর মিলন, শাহিনুর, মোজাহিদ, জুলকার নাইম প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)