UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাঁ খাঁ করছে খুলনার সব টার্মিনাল

ঊষার আলো
এপ্রিল ১৪, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সাত দিনের লকডাউনে দেশ। বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন। ফলে খাঁ-খাঁ করছে নগরীর বাস, ট্রেন ও নৌ টার্মিনালগুলো। বদলে গেছে এর পরিবেশও। অন্যান্য দিনের মতো যাত্রী সাধারণের আনাগোনা নেই চিরচেনা টার্মিনালগুলোতে। লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) এমন চিত্র দেখা গেছে।
খাঁ-খাঁর এই চিত্র বিরাজ করছে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের। গণপরিবহন বন্ধ থাকায় বাসগুলো অলস বসে আছে টার্মিনালে। নেই যাত্রীদের তোড়জোড়। কাউন্টারগুলো বন্ধ রয়েছে। শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। লকডাউনের সাত দিন কোনও গণপরিবহন চলবে না। তবে পণ্যবাহী কয়েকটি ট্রাক ঢুকেছে পাইকারী কাঁচাবাজারের আড়তে।
খুলনা রেলস্টেশনের চিত্রও ছিল বাস টার্মিনালের মতোই। যাত্রীবাহী কোন ট্রেন চলাচল না করলেও মালবাহী ট্রেন চলাচল করেছে।
খুলনা আইডব্লিউডি লঞ্চঘাটে লঞ্চের দেখা মিললেও ছিল না কোনও যাত্রী। অলস সময় পার করছে শ্রমিকরা। বন্ধ রয়েছে টার্মিনালের প্রবেশ মুখ। এছাড়াও নগরীর নদী পারাপারের বিভিন্ন ঘাটগুলোও ছিল বন্ধ। তবে মাঝেমধ্যে দু’একটা নৌকা ও ট্রলার চলতে দেখা যায়।
কথা হয় লঞ্চঘাটের অলস শ্রমিকের সাথে। লঞ্চ ছেড়েও যাচ্ছে না আবার আসছেও না। সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশের খবর জানিনা তবে কঠোরভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত লকডাউন।

(ঊষার আলো-এমএনএস)