ফুলবাড়ীগেট প্রতিনিধি : অপরাধ দমন ও প্রতিকার, অপরাধী বিষয়ে তথ্য সংগ্রহ, গ্রেপ্তার, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি, অসামাজিক কার্যকলাপ, এলাকাভিত্তিক বিরোধ সমাধানের ক্ষেত্রে আধুনিক ও কার্যকর ব্যবস্থা গ্রহন এবং কমিউনিটি পুলিশং কার্যক্রম জোরদার করার লক্ষে খানজাহান আলী থানা পুলিশিং ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় থানা পুলিশ আয়োজিত এই পুলিশিং ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান এর সভাপতিত্বে ও খানজাহান আলী থানার কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এস আই পীযূষ এর পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন মাতুব্বর , কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী খলিফা, মাষ্টার শাহাজান হাওলাদার, সৈয়দ কেসমত আলী, মুক্তা বেগম,সংরক্ষিত ইউপি সদস্য শাহানাজ বেগম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি”র সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, জয়নাল আবেদিন।স
ভাপতির বক্তব্যে ওসি কামাল হোসেন খান বলেন , থানায় সেবা নিতে আসা সাধারন মানুষকে আমরা কতটুকু সেবা নিশ্চিত করতে পেরেছি তা জেনে, সকলের মতামত নিয়ে জনগনের সেবার মান আরও বাড়াতে “ওপেন হাউজ ডে” নামে এই জবাবদিহিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কোন ভুক্তভোগী তাঁর কাঙ্খিত সেবা সঠিক ভাবে পেয়েছেন কি-না তা এখানে সবার সম্মুখে পর্যালোচনা করা হয়।